রমজানের উপহার সামগ্রী বিতরণ

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আক্রমণে মৃত্যুর মিছিল দীর্ঘ করার পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় বৃদ্ধি পাচ্ছে।
এই মহামারিতে সমাজের কর্মজীবী ও অসহায় মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত শ্রেণির পরিবার গুলোতে ও আজ খাদ্যাভাব দেখা দিচ্ছে।
এদিকে পৃথিবীর মুসলিম উম্মাহর মধ্যে চলছে মাহে রমজানের প্রস্তুতি। রাত পোহালেই সেহরির জন্য তৈরী হতে হচ্ছে সবাইকে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের সামাজিক সংগঠন “আলোর দিশারী যুব সংঘ” এর আয়োজনে গতকাল বুধবার (২২ এপ্রিল) মাহে রমজান উপলক্ষে অসহায় ও কর্মবিমুখ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাজনগর সহর ইউনিয়নের ১নং ওয়ার্ড তথা মশরিয়া, তেলিজুরী ও মুরালী গ্রামের অসহায় এবং কর্মবিমুখ প্রায় ৭৮টি পরিবারের মধ্যে সংগঠনটি মাহে রমজানের উপহার সামগ্রী প্রদান করেছে।

সংগঠনের তরুণ সমাজকর্মীরা উপহার সামগ্রী গুলো অসহায় মানুষের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দিয়েছেন।

তাদের দেওয়া উপহার সামগ্রীগুলোতে পরিমান মতো চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, চানা ইত্যাদি ছিলো।

সংগঠনের সাধারণ সম্পাদক মুবিনুল হক জানান, এই বিপর্যয়ের সময় ও এলাকার প্রবাসীরা মানবতার ডাকে সর্বাত্মক সাড়া দিয়েছেন বলে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকার বিত্তবান ও ছোট-বড় সকলের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় কোন উদ্যোগ তারা গ্রহণ করবে।

এছাড়া এই সংগঠনের পক্ষ থেকে এলাকার আরো কিছু অসহায় পরিবারের মধ্যে তারা ইফতার বা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য যে, করোনা ভাইরাস বিস্তারের শুরু থেকে এই সংগঠন টি এলাকায় ঘরে ঘরে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও জীবানুনাশক স্প্রে কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ