জনশূন্য রাস্তায় বিষধর সাপ!
লকডাউনের ফাঁকা ফেনীর রাস্তায় উঠে এলে সাপ। ফেনী শহরের ব্যস্ততম এস এস কে রোড থেকে বৃহস্পতিবার (২৪ এপ্রিলে) সাপটিকে দেখা যায়।
আলী হায়দার মানিক নামে স্থানীয় এক সাংবাদিক ওই ঘটনার ভিডিও ধারণ করে।
বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জানান, এ সাপটির নাম ব্যান্ডেড ক্রেইট। বাংলাদেশে শঙ্খিনী সাপ নামে পরিচিত। সারাদেশেই এ সাপের বিচরণ রয়েছে। এরা নিশাচর, শুধু রাতেই বের হয়। দিনে গর্তে বা নিরাপদ স্থানে লুকিয়ে থাকে।
এ সাপ খুবই বিষধর হলেও মানুষের খুব উপকারী উপকারী। এরা অন্যান্য বিষধর সাপ খেয়ে আমাদের নিরাপদ রাখে জানিয়ে তিনি আরো বলেন, শঙ্খিনী সাপ খুব লাজুক স্বভাবের হয়। সাধারণত অন্যান্য সাপ যেখানে ভয় পেলে বা আঘাত পেলে তেড়ে আসে এরা সেখানে মুখ গায়ের নিচে লুকিয়ে রাখে। এ জন্য এদের মানুষকে কামড় দেয়ার তেমন ঘটনা রেকর্ড নেই বলেও জানান তিনি।
ইকোসিস্টেমের স্বার্থে এ সাপ না মারারও পরামর্শ দিয়ে এ গবেষক বলেন, নিরিবিলি সড়ক পাওয়ায়ই হয়তো সাপটি সড়কে এসেছে। সাধারণত এ সাপ কখনো জনবহুল এলাকায় যায় না। এরা নিজেকে লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করে।
এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন

