কৃষকের ধান কেটে দিলেন জাকির
প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের মানুষ যখন ঘরবন্দী, তখন প্রাণের ভয়ে শ্রমিকেরাও গৃহবন্দী। শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সারা দেশের কৃষকরা।
গত কদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন মৌলভীবাজারের কৃষকরা। ঠিক সেই সময়ে কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাঁর নিজ উপজেলা জুড়ীতে কৃষকের ধান কেটে দেন।
জেলার শ্রমিক সঙ্কটে থাকা এলাকাগুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু ধান কাটাই নয়, ধান মাড়ানো থেকে শুরু করে কৃষকদের ঘরে পর্যন্ত ধান পৌঁছে দেন তারা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে দাঁড়ায় বাংলাদেশ ছাত্রলীগ। মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এই দুঃসময়ে কৃষকদের সহযোগিতার জন্য উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে থেকে জুড়ী উপজেলার হাকালুকি হাওর এবং আশপাশের আরোও কিছু জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সকালে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার মাহবুব, ছাত্রলীগ নেতা তাপস দাস, আরিয়ান মাহবুবসহ একদল ছাত্রলীগকর্মী ধান কাটতে মাঠে নামেন।
এদিকে জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া উজ্জ্বল ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে হাকালুকি হাওর এলাকায় কৃষকের ধান কেটে দেন।
কৃষক ফিরোজ মিয়া বলেন, শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। কৃষকের এই দুর্ভোগে ছাত্রলীগের ভূমিকা প্রশংসনীয়।
এস এম জাকির হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকরা চিন্তিত। এমতাবস্থায় তাঁদের সাহায্যার্থে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আমাদের এ প্রচেষ্টা।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

