জুড়ীতে ৩০০ পরিবার পেলো খাদ্য সহায়তা
মৌলভীবাজারের জুড়ীতে অসচ্ছল ও কর্মহীন ৩ শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার জুড়ী উপজেলা চত্তরস্থ হাজী সিকন্দর মঞ্জিলে এ ত্রাণ সহায়তা প্রদান করেন জুড়ী উপজেলার প্রবীণ শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম (তারা মিয়া মাষ্টার)। তাঁর ছেলে আমেরিকা প্রবাসী আবু এস বেলাল, কামাল সাইয়িদ ও তাদের বন্ধুদের অর্থায়নে ৩০০টি পরিবারের মাঝে ৪লক্ষ টাকার খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সবাইকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পিয়াজ, ৩ কেজি ডাল, ২ কেজি চানা, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি খেজুর ও ২ টি সাবান সহ প্রায় ৩ হাজার টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী করেমদেয়া হয়।
এময় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য ও জায়ফর নগর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা মিয়া, জুড়ী উপজেলা হাওর বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি ইমরুল ইসলাম, ঐকতান শিল্পী গোষ্টির সভাপতি মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য লাল মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম বদই প্রমুখ।
তাজুল ইসলাম তারা মিয়া মাষ্টার বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া ভয়াবহ করোনা ভাইরাসে বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ দিশেহারা। নিম্ন আয়ের মানুষ, কর্মহীন দিনমজুর ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশী বিপদ গ্রস্থ। তাই এই ভয়াবহ দূর্যোগে প্রতিটি বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানো উচিত।
এশিয়াবিডি/মারুফ/সাইফ


