প্রতিপক্ষের এক ঘুষিতেই এক ব্যক্তি নিহত
হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুরে ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে আব্দুর রউপ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রউপ মিয়া ওই এলাকার মৃত নিম্বর আলীর ছেলে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ওই এলাকার মৃত ছুরত আলীর ছেলে উস্তার মিয়ার সাথে ড্রেনে ময়লা ফেলানো নিয়ে একই এলাকার মৃত কুদরত আলীর ছেলে মন্নান মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মান্নান মিয়ার চাচাতো ভাই আব্দুর রউপ মিয়া এগিয়ে আসলে উস্তার মিয়া তার বুকে ঘুষি মারেন। এতে আব্দুর রউফ আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদ মিয়া বলেন, লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

 
			 
 