জুড়ীতে কৃষকের ধান কেটে দিল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা

ছবিঃ এশিয়াবিডি

চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে।

এ অবস্থায় কৃষকের লোকসান কমাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী উপজেলার হাকালুকি হাওরে বেলাগাঁও গ্রামের কৃষক হোসেন মিয়ার এক বিঘা জমির ধান কেটে দেন।

জুড়ী স্কুলের শিক্ষকরা বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে কৃষকরা চিন্তিত। এমতাবস্থায় তাদের সাহায্যার্থে এবং তরুণ প্রজন্ম তথা ছাত্রদেরকে উৎসাহিত করতে আমাদের এ প্রচেষ্টা।

বন্যার আশংকা থাকায় আশি ভাগ ধান পেকে গেলে কেটে ফেলার পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। কিন্তু ৬ থেকে ৮শত টাকা মজুরী দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তবুও নানা আশংকা নিয়ে কৃষকরা ধান কাটছেন।

এই খারাপ পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের সহযোগিতার আহবান জানান প্রধানমন্ত্রী। তাঁর আহবানে সাড়া দিয়ে সরকার দলীয় নেতাকর্মী কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতা করছেন। সেই সাথে এগিয়ে আসেন শিক্ষক সমাজ। জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানবিক সহায়তায় কৃষকের পাশে দাঁড়ান, ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এশিয়াবিডি/মারুফ/সাইফ

আরও সংবাদ