ঠাকুরগাঁওয়ের নতুন ১ জন করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লাহিড়ী ঠুমনিয়া চিমটিপারা গ্রাম নতুন ১জন করোনা শনাক্ত ।

করোনা আক্রান্ত ব্যক্তির নাম-জাহাঙ্গীর আলম (২৪) পিতাঃ তজিবর রহমান, মাতাঃ তহমিনা বেগম, গ্রামঃ ঠুমনিয়া, লাহিড়ী, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওয়ে , গত ২০ তারিখে নমুনা সংগ্রহ করা হয়ছিলো। এ নিয়ে জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৮ জন এ।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এশিয়াবিডি/কামরান/আরিফ 

আরও সংবাদ