রাজনগরে ১৬০ পরিবার পেলো খাদ্য সহায়তা
মৌলভীবাজারের রাজনগরে অসচ্ছল ও কর্মহীন ১৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে।
গত ২৪ তারিখ রাজনগর উপজেলার সালন গ্রামে যুক্তরাজ্য প্রবাসী গোলাপ খান ও উনার ছোট ভাই আনোয়ার খানের পরিবারের পক্ষ থেকে নিম্নবিত্ত এসব মানুষের মাঝে রমজানের উপহার বিতরণ করা হয়েছে।
প্রত্যেক প্যাকেটে চাল ৫ কেজি, পেয়াজ ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার, অালু ২ কেজি, ছোলা ছানা ১ কেজি, সেমাই ১ পেকেট করে উপহার দেয়া হয়।
গোলাপ খানের ভাতিজা ছালেক খান জানান, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া ভয়াবহ করোনা ভাইরাসে বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ দিশেহারা। নিম্ন আয়ের মানুষ, কর্মহীন দিনমজুর ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আজ সবচেয়ে বেশী বিপদগ্রস্থ। তাই এই ভয়াবহ দূর্যোগে প্রতিটি বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানো উচিত।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

