মানবতার আরেক দৃষ্টান্ত স্হাপন করলেন কমান্ডার এএসপি শামীম আনোয়ার
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যখন সারাদেশের যানবাহন চলাচল একেবারেই সীমিত। তখন এই অচলাবস্থায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন এর কাছে একটি কল আসে। এই কলটি হলো শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসূর এলাকা থেকে এক গর্ভবতী মায়ের।
আর এই প্রসবকালীন জটিলতার ফোন পেয়ে এএসপি শামীম আনোয়ার তাৎক্ষণিক ছুটে যান সেই বাড়িতে । সেখানে গিয়ে প্রসবব্যথায় ছটফট করা ঐ মাকে নিজের কোলে তুলে নিয়ে ছুটেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নেয়ার পর সিজারে মাধ্যমে একপুত্র সন্তান ভূমিষ্ট হয়।
বর্তমানে মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। মানবতার কল্যানে আপনার এই মানবিকতা র্যাবের জন্য একটি গৌরবময় অধ্যায় রচিত হলো। মানুষ মানুষের জন্য তিনি তার প্রমান দিলেন।
এশিয়াবিডি/কামরান/মোজাহিদ

