আজমিরীগঞ্জে ভোক্তা আইনে ৪ প্রতিষ্টানকে অর্থ জরিমানা
করোনা ভাইরাসের আতংকে দ্রব্য মূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রনে ২৮ এপ্রিল মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৷
বর্তমান বিক্রির মূল্য (মুল্য তালিকা ) না থাকার কারনে আজমিরীগঞ্জ উপজেলা সদর বাজারে ৪ ব্যবসা প্রতিষ্টানকে ৯ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় সদরের টান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হবিগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ৷
অভিযানে বাজারের চাল ব্যবসায়ী নেপাল মোদককে ৩ হাজার, মুদি ব্যবসায়ী হরিপদ রায়কে ৩ হাজার, সামছু মিয়াকে ২ হাজার ও রতিন্দ্র দাসের ফার্মোসীকে ১ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্হিত ছিলেন স্যানিটারী ইনসপেক্টর আমজাদ হোসেন ৷ ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এস আই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।
এসময় দেবানন্দ সিনহা বলেন বাজার নিয়ন্ত্রনে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
এশিয়াবিডি/কামরান/মিলাদ