বহিঃরাজ্যে আটকে থাকা শ্রমজীবিদের আর্থিক সহায়তা উপাধ্যক্ষ আমিনুলের
লকডাউনের জেরে গৃহবন্দি দেশবাসি। অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন অনেকেই। বিশেষ করে নিজ ভিটে-মাটি ছেড়ে ভিন রাজ্যে কর্মরত লোকরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
আসামের অনেক অসহায় শ্রমিকরা ভিনরাজ্য থেকে ইতিমধ্যে ভিডিও যোগে তাদের দুঃখ-দুর্দশার কথা তোলে ধরে সরকার তথা জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। পেঠে দুমোটো ভাতের তাড়নায় আসামের কয়েক লক্ষাধিক লোক কর্মরত রয়েছেন মুম্বাই, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর সহ দেশের অন্যান্য রাজ্যে। বহিঃরাজ্যে কর্মরত রয়েছেন বরাক উপত্যকারও বহু লোক। লকডাউনের দরুণ এসব লোকরা ঘরে ফেরতে পারেনি। আটকা পড়েন স্ব স্ব স্থানে।
দু দফা লকডাউনের ফলে বহিঃরাজ্যে আটকে থাকা আসামের লোকদের দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পৌছে দিচ্ছে রাজ্য সরকার। আর এ টাকাই ভিনরাজ্যে আটকাধীন অনেকের জল-রুটির ব্যবস্থা। স্বাস্থ্য ও বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বলেছেন, ভিন রাজ্যের যারা এখনো দু হাজার করে আর্থিক সফায়তা পাননি তারা অবশ্যই পেয়ে যাবেন।এবার নিজ তহবিল থেকে বহিঃরাজ্যে আটকাধীন বরাক উপত্যকার লোকদের আরোও দু হাজার টাকা করে আর্থিক সহায়তা করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর।
নিজ উদ্যোগে এপর্যন্ত তিনি ৬৭ জন লোককে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন। সাথে এই সাহার্য অব্যাহত রেখেছেন তিনি। সরকারি সাহার্য প্রতিটি ঘরে পৌঁছাচ্ছে কি না, তাও খতিয়ে দেখছেন তিনি। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে নিজ বিধানসভা সমষ্টি সোনাইয়ের প্রতিটি জিপিতে দুটি করে স্প্রে মেশিন দিয়েছেন। আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের এমন সাহার্য ও কর্মতৎপরতায় তাঁর প্রশংসাও করছেন বহু বিশিষ্টরা। মানবাধিকার কর্মী আব্দুল ওয়াহাব উপাধ্যক্ষ আমিনুলের জনগণকে আর্থিক সহায়তা ও দুঃখ সময়ে জনগণের পাশে দাড়ানোর জন্য তাঁর প্রশংসাও করেছেন।
এশিয়াবিডি/কামরান/মোজাম্মিল