জুড়ীতে সাংবাদিকদের ‘ফেইস শিল্ড’ দিলেন পুলিশ সুপার

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সাংবাদিকদের সুরক্ষার জন্য ‘ফেইস শিল্ড’ প্রদান করলেন মৌলভীবাজার পুলিশ সুপার, ফারুক আহমেদ পিপিএম (বার)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জুড়ী উপজেলার সাংবাদিকদের মাঝে তা হস্তান্তর করেন নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক ও জুুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন জুুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূন চন্দ চম্পু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম. রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক বেলাল হোসাইন, আলআমিন আহমদ উপস্থিত ছিলেন।

জুুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,এই বৈশ্বিক পরিস্থিতিতে জুড়ীতে সাংবাদিকদের সাথে পুলিশ-সেনা বাহিনীও মাঠে কাজ করছে। সাংবাদিকরাও এ করোনা যুদ্ধে মাঠে জোরালো ভূমিকা রাখছে। তাই সবার প্রচেষ্টায় আমরা এই করুণ অবস্থার মোকাবিলা করতে পারবো।

এশিয়াবিডি/কামরান/মারুফ 

আরও সংবাদ