জুড়ীতে করোনা আক্রান্ত ২ পুলিশ

জুড়ী উপজেলায় ২ জন করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের মধ্যে দু’জনই পুলিশ সদস্য জানা গেছে। উপজেলা থেকে সংগৃহীত নমুনার প্রকাশিত ফলাফলে এ দুজন কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

শুক্রবার বিকেলে দু’জন শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সমরজিৎ সিংহ।

পুলিশ সূত্র জানায়, আক্রান্ত একজনের বয়স ২২ ও অপরজনের ২৪ বছর। কোন উপসর্গ না থাকলেও গত ২৬ এপ্রিল শনিবার এদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে একজন দায়িত্ব পালনে এবং অন্যজন ৭ দিনের বিশ্রামে ছিলেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার এশিয়াবিডিকে বলেন, শনাক্ত যে দু’জনের নাম শুনেছি সে নামে আমাদের থানায় দু’জন পুলিশ সদস্য আছেন। তবে অফিসিয়ালি এখনও জানানো হয়নি।

এশিয়াবিডি/সাইফ/মারুফ

আরও সংবাদ