রাজনগরে হোয়াটসঅ্যাপ গ্রুফের ইফতার সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস মহামারিতে বিশ্বের অধিকাংশ দেশ সহ আমাদের দেশে ও চলছে লকডাউন। ফলে অনেক শ্রমজীবী মানুষ ও আজ কর্মবিমুখ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের তেলিজুরী গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংঘবদ্ধ ইউনিট “তেলিজুরী প্রবাসে ও দেশে হোয়াটসঅ্যাপ গ্রুফ” এর পক্ষ থেকে উক্ত গ্রামের অসহায় ও কর্মবিমুখ প্রায় ১০২ টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ (১ মে) বাদ জুম্মা উক্ত ইফতার সামগ্রী গুলো সারিবদ্ধ ভাবে তেলিজুরী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রুপের দেশীয় স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা ইফতার সামগ্রীর প্যাকেট গুলো কর্মবিমুখদের মাঝে বিতরণ করেন। বিভিন্ন দেশের প্রবাসীবৃন্দ উক্ত ইফতার সামগ্রী গুলোতে অর্থ সহায়তা করেছেন। সামগ্রী গুলোতে পরিমাণ মতো চাল, ডাল, তেল, ছোলা, পিয়াজ, আলু, ময়দা ও লবণ ইত্যাদি ছিলো। গ্রামের প্রবীন শিক্ষাবিদ জনাব ফজির আলী মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক কয়েস আহমদ চৌধুরী, ইউনিয়ন প্রতিনিধি সেলিম আহমদ, এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জুবায়ের আহমদ চৌধুরী, জাকির বকস, আনু মিয়া, মোতলিব মিয়া, হাশিম মিয়া সহ গ্রামের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুব সমাজ উক্ত ইফতার সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন।
গত তিন বছর যাবত এই হোয়াটসঅ্যাপ গ্রুফটি গ্রামের অসহায়দের চিকিৎসা সহায়তা, গ্রামের সংস্কারে অর্থ সহায়তা ও প্রতিবছর রমজানে সাধ্যমতো ইফতার সামগ্রী ও নগদ অনুদান প্রদান করে আসছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর কয়েকটি দেশে বসবাসরত তেলিজুরী গ্রামের বেশীরভাগ সচেতন প্রবাসীরা উক্ত গ্রুফটি আর্ত-মানবতার সেবা ও এলাকার উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করেছেন।
গ্রুফের একজন দেশী প্রতিনিধি বলেন, এলাকার প্রবাসী ভাইয়েরা লকডাউনে থেকে ও এই মানবিক উদ্যোগে সাধ্যমতো অর্থ সহায়তা করেছেন তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আর সকল প্রবাসীরা একটি পরিবার হয়ে এভাবে গ্রামের যে কোন উন্নয়নে কাজ করার জন্য তিনি আহবান জানিয়েছেন।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

