চীনে করোনায় নতুন আক্রান্ত শুধু একজন

করোনাভাইরাসের বিরুদ্ধে এখন বিজয় উদযাপন করছে উৎপত্তিস্থল চীন। শনিবার দেশটিতে কেবল একজন নতুন করে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নভেল করোনাভাইরাসে মৃত্যুও নেই চীনে। টানা চারদিন এ রোগে কেউ মারা যায়নি সেখানে। তাতে বিপদ অনেকটাই কেটে যাওয়ার স্বস্তি মানুষের মনে।

চীনে করোনার সংক্রমণ চূড়া থেকে নেমে গেছে অনেক আগেই। যেখানে হাজার হাজার মানুষ একদিনে আক্রান্ত হতো, সেটা নেমে গেলো একে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দিনের একমাত্র সংক্রমণটি স্থানীয় নয়।

কমিশনের তথ্য মতে, চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৭৫ জন। মোট মৃত্যু ৪ হাজার ৬৩৩ এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৭ হাজার ৬৮৫ জন। এখনো অসুস্থ ৫৫৭ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ