আনোয়ারায় চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃত্রিমভাবে দ্রব্যাদি মিশিয়ে মাছ প্রক্রিয়াকরণ করে তাজা দেখিয়ে অতিরিক্ত দাম রাখার দায়ে ৪ জন মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার বিকেলে সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারভীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত সকল মাছ ব্যবসায়ীদেরকে কোন প্রকার ক্যামিকেল বা রং মাছে ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া সাত্তার হাটে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় একজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এশিয়াবিডি/কামরান/জাহিদ

আরও সংবাদ