কানাইঘাটে দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটের কানাইঘাটে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কমপ্লেক্স মাঠে ১৫নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন দিনব্যাপী কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি, ৬নং কানাইঘাট সদর ইউপি এবং ৩নং দিঘীপার পূর্ব ইউপির অসহায় লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুল লতিফ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য মৌলভী আহমদ হোসেন, আব্দুল মালিক, আব্দুর রহিম, আলী আকবর প্রমূখ।

এদিকে দুপুরে কানাইঘাট ইউপির বীরদল বাজারে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আব্দুল লতিফ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সেবুল আহমদ, সদর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমূখ।

বিকালে উপজেলার দিঘীরপার পূর্ব ইউপি কমপ্লেক্স মাঠে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য মুন্সী আবুল হোসেন, রমিজ উদ্দিন, গিয়াস উদ্দিন, বদরুল হক, নাজির উদ্দিন, খসরুজ্জামান প্রমূখ।

এশিয়াবিডি/সাইফ/আলিম

আরও সংবাদ