জুড়ীতে ১৩টি দোকান ভাড়া মওকুফ করলেন মালিকরা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বশির উদ্দিন শপিং কমপ্লেক্সের মালিকারা তাদের মার্কেটের ১৩টি দোকানের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন।
গত ৬ মে মার্কেটের স্বত্বাধিকারী লুৎফুর রহমান সিরাজী ও আতাউর রহমান দুই ভাই ভাড়া মওকুফ করেন।
লুৎফুর রহমান সিরাজী জানান, করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব স্থব্ধ হয়ে গেছে। করোনার সংক্রমন ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে সারাদেশে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ভাড়া দিবে। তাঁদের সমস্যা বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্তে আমাদের মার্কেটের ১৩ জন ব্যবসায়ীর এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। এ দুঃসময়ে জুড়ীর সকল মার্কেট মালিকগন দোকানদারদের সহযোগিতায় এগিয়ে আসলে ব্যবসায়ীরা উপকৃত হবে।
মার্কেটের ব্যবসায়ী মামুন আহমেদ ফেইসবুকে স্টেটাসে বলেন, করোনা পরিস্থিতিতে এতো বড় মানবতার পরিচয়ে আমরা সকল ব্যবসায়ী খুবই আনন্দিত । উনার আম্মা ও আব্বা কে জান্নাতুল ফেরদৌস দান করুন ও ফ্যমেলী সবার সুস্থতার সহিত নেক হায়াত দান করুন।
এশিয়াবিডি/কামরান/মারুফ