আদর করে নাম রাখলেন ‘করোনা’!


প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের প্রকোপে চারদিকে যখন আতঙ্কের পরিবেশ, তখনই ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। করোনা আঁধারের মধ্যে অপরূপা ও তার স্বামী শাকির আলির জীবনে নতুন ভোরের স্বপ্ন নিয়ে এসেছে শিশুটি। তাই আদর করে মেয়ের ডাকনাম রেখেছেন ‘করোনা’।

বৃহস্পতিবার শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেন অপরূপা পোদ্দার। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন বলে নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে। পরিবারে নতুন সদস্য আসায় তারা খুব খুশি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অপরূপা।

তবে কন্যার ডাকনাম করোনা রাখলেও, ভাল নাম কী হবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন শাকির আলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সদ্যোজাতের নাম ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।
সূত্র- আনন্দবাজার।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ