জুড়ীতে ৬ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মৌলভীবাজার জেলার জুড়ীতে লকডাউন নিশ্চিত করার লক্ষ্যে ছয় জনকে মোট ১২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৯ মে) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক।
এ অভিযানকালে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করায় উপজেলার পাতিলাসঙ্গন গ্রামের রাজু আহমেদ, বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের নজরুল ইসলাম, কলাজুরা গ্রামের শাহ আলম, দক্ষিণভাগ গ্রামের রুমান আহমেদ, হিনাইনগর গ্রামের ইকবাল আহমেদ ও কুলাউড়া উপজেলার গিয়াসনগর গ্রামের আব্দুল মালিক সহ প্রত্যেককে দুইশত টাকা করে বারো শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এশিয়াবিডি/কামরান/মারুফ
