হক ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রমজানের উপহার বিতরণ


মৌলভীবাজারে পৌরসভার ৮ নং ওয়ার্ডে অসচ্ছল ও কর্মহীন প্রায় আড়াই শতাধিক পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা করেছে হক ওয়েলফেয়ার ট্রাস্ট।

শনিবার (০৯ মে) পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড়কাপন এলাকায় সৈয়দ বাড়িতে হক ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে নিম্নবিত্ত এসব মানুষের মাঝে রমজানের উপহার বিতরণ করা হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, হক ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য ও বর্তমান জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ সেলিম হক প্রমুখ।

প্রত্যেক প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি চানা, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ১ লিটার তেল করে ও ১ টি করে সাবান উপহার দেয়া হয়।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 

আরও সংবাদ