বিশ্বনাথের দশঘর ইউনিয়নে রমজানের উপহার সামগ্রী বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বরুনী গ্রামে লন্ডন প্রবাসীর অর্থায়নে অসহায়-দিনমজুর ৬০ টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সমাজসেবক গীতিকবি মো. ছেরাগ আলী।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১ পিস সাবান ও ১ কেজি লবন।

উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- সাংবাদিক আনহার বিন সাইদ, মোহাম্মদ আসাদ মিয়া, জামাল উদ্দিন, মো. রইছ আলী, মাহমদ আলী, চান্দ মিয়া, মো. নজির উদ্দীন, জামি, মো. জাফর মিয়া প্রমুখ।

এশিয়াবিডি/সাইফ/তারেক

আরও সংবাদ