জুড়ীতে ৫২২ পরিবার পেল ঈদ সামগ্রী

করোনাভাইরাস কেন্দ্রিক দুর্যোগ কালে জুড়ীতে দুইটি সামাজিক সংগঠন সুবিধাবঞ্চিত ৫২২ পরিবারে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে।

উপজেলার সাগরনাল ইউনিয়নের ‘প্রবাসের আলো সমাই বাজার’ এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ছয়টি গ্রামের ১৫০টি পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শাহেদুর রহমান মুসলিম, জালালপুর দাখিল মাদ্রাাসার সুপার মাওলানা তাজ উদ্দিন প্রমুখ।

এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের আদর্শ দরিদ্র তহবিল, নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট ইউকে-এর যৌথ অর্থায়নে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় ২৭২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেককে ৮ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ কেজি ময়দাসহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া ১০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি ও নয়াবাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, সহ-সভাপতি ও ষোলপনি ঈদগাহের ইমাম মাওলানা সায়েম উদ্দিন, কোষাধ্যক্ষ ও নয়াবাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক ও হোছন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বদরুল ইসলাম, ইউপি সদস্য কবির আহমদ, নয়াবাজার আদর্শ শিশু শিক্ষা একাডেমির শিক্ষক নোমান আহমদ, আব্দুল হাই, মিসবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

এশিয়াবিডি/সাইফ/মারুফ

আরও সংবাদ