রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯৯
পুরো রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৯৯ এ দাঁড়িয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবারই (১৪ মে) বিভিন্ন জেলায় শনাক্ত হয়েছে ৩০ জন।
শুক্রবার (১৫ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর বিভাগের আট জেলায় মোট ২৯৯ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। মারা গেছেন দুইজন। করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন এখনও ২৪৭ জন।
স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী জেলায় করোনায় মোট ১৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ছয়জন।
চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ জেলায় এখনও কেউ সুস্থ হননি। মারাও যাননি কেউ।
নওগাঁয় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। নাটোরে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৩ জন। এ জেলায় এখনও কেউ সুস্থ হতে পারেননি। তবে করোনাযুদ্ধে পরাজিত হয়ে মারা গেছেন একজন।
জয়পুরহাটে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ জন। এটিই বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। তবে এ জেলায় সুস্থ হয়েছেন ২৪ জন। কেউ মারা যাননি। হাসপাতালে আছেন ৮২ জন। বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ জন। আর পাবনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে মাত্র একজন সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরো জানান, বিভাগে এখন মোট ১০৬ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা সকলে বাড়িতেই আছেন। এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হলেও উপসর্গ নেই। তারা ভালো আছেন। আর যারা কিছুটা অসুস্থ তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। সার্বক্ষণিক তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ