কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র নগদ অর্থ বিতরণী অনুষ্ঠিত

কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র আর্থিক সহযোগীতায় কানাইঘাট পৌরসভার উদ্যোগে নগদ অর্থ প্রদান অনুষ্টান রবিবার বিকাল ৩টায় কানাইঘাট পৌর শহরস্থ আলরিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পৌরসভার সচিব মনির উদ্দিনের পরিচালনায় কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহমেদ সরকার, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, পৌর কাউন্সিলর আবিদুর রহমান, কানাইঘাট গ্রামীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুজর, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ প্রমূখ।

এ সময় কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র পক্ষথেকে কানাইঘাট পৌরসভার ২ শতাধিক গরিব ও অসহায় লোকজনের মধ্যে নগদ ১ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এশিয়াবিডি/কামরান/আলিম

আরও সংবাদ