বিশ্বনাথে আলেমদের মধ্যে নগদ অর্থ বিতরণ

সিলেটের বিশ্বনাথের ৮নং দশঘর ইউনিয়ন উলামা হেলপিং ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড-১৯ এর কবলে পড়ে গৃহবন্দি কর্মহীন আলেমদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

রবিবার (১৭ মে) মহামারী করোনার প্রভাবে গৃহবন্দি, কর্মহীন, অসহায় উলামাদের মধ্যে নগদ টাকা বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলানা আনহার বিন সাঈদ মওলানা আব্দুল কাদির সাঈদ মাওলানা হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম প্রমূখ।

বিতরন কালে বক্তব্য রেখে ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মাওলানা আনহার বিন সাঈদ বলেন, আমাদেরকে যদি প্রবাসীরা আরো সহযোগিতা করেন তাহলে আমাদের মধ্যে কোন মানুষ কষ্টে রবেনা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সাইদ বলেন, সরকারের দেওয়া দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন এবং সবাই দোয়া করবেন যাতে আমরা আগের মত মুক্ত জীবনে ফিরে যেতে পারি।

এশিয়াবিডি/কামরান/কাদির

আরও সংবাদ