মৌলভীবাজারের ফ্লাওয়ার্স ১৫ ব্যাচের উদ্যোগে ঈদ উপহার বিতরণ


মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের ২০১৫ সালের ব্যাচের উদ্যোগে অসহায় ও মধ্যবৃত্ত পরিবারের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিদ্যালয়ের ২০ জন ৩য় শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান মিয়া, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হামিদ চৌধুরী, সহকারী শিক্ষক শ্যামল কুমার সিংহ, সহকারী শিক্ষক মোঃ শাহান মিয়া।

ফ্লাওয়ার্সিয়ান ১৫ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইমাদ হোসেন অর্ণব ও সাইদুল আহমেদ সৌরভ।

পরে ৪৫টি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেয়া হয়।

আয়োজকরা জানান, চলমান করোনা ভাইরাস নামক মহামারীর কারনে মানুষ অসহায় হয়ে পড়েছেন। আসন্ন ঈদে যাতে এই অসহায় মানুষ ভাল কিছু খেতে পারে সে জন্য উপহার হিসেবে কিছু খাদ্য সামগ্রী ও অর্থ বাড়ি বাড়ি পৌছে দিয়েছি। আমাদের স্কুলের ব্যাচের সবার আর্থিক সহযোগিতায় ফান্ড গঠন করে আমরা এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। যারা সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞতা। এই সংকটকালীন সময়ে যদি সবাই এগিয়ে আসে, তাহলে মানুষদের কষ্টে জীবন-যাপন করতে হবে না। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

শিয়াবিডি/কামরান/নাঈম

আরও সংবাদ