রাজনগরে পল্লিমঙ্গল যুব সংঘের ঈদ উপহার বিতরণ
করোনাকালীন এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজনগরের তেলিজুরি গ্রামের প্রবাসীরা। গ্রামের সামাজিক সংগঠন পল্লিমঙ্গল যুব সংঘ’র প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের অনুদানে কর্মহীন দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ মে) তেলিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এ বিতরণ কাজ সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি ডা. মোস্তাকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল বকস এর পরিচালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর সমাজ সেবা কর্মকার্তা সুমন দেবনাথ, অরোও বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিম আহমদ, সমাজ সেবক জুবের আহমদ চৌধুরী, শিক্ষক রিপন ধর, শিক্ষক সুলেমান বকস, সাংবাদিক তুহিন জুবায়ের, সংগঠনের সদস্য আব্দুল হাকিম রুসেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল মালিক, মোস্তফা বকস, সাহেল আহমদ, আনকার মিয়া, জয়নাল আবেদিন, লিটন মিয়া, সেলন মিয়া, জাকির হোসেন, লিপু মিয়াসহ এলাকার বিশিষ্ট মুরব্বিরা।
পল্লিমঙ্গল প্রবাসী হোয়াপঅ্যাপ গ্রুপের এই অনুদান এলাকার ১৭০টি পরিবারে প্রদান করা হয়। উপহারের প্রতিটি বস্তায় চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সেমাই, চিনি, সাবান ইত্যাদি ছিল।
উল্ল্যেখ্য, তেলিজুরি গ্রামে পল্লিমঙ্গল যুব সংঘ ২০০৯ সালে প্রতিষ্ঠা পায়। সামাজিক সম্পৃতি স্থাপনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে এলাকায় গুরুত্ব বহন করে চলছে।
এশিয়াবিডি/কামরান/তুহিন

 
			 
 