জুড়ীতে নতুন চার’জন করোনা আক্রান্ত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় নতুন করে ৪ জনের করোনাভাইরাস ধরা পড়েছে ।

আক্রান্ত ৪ জন সবাই জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। তাদের মধ্যে ২ জন সিনিয়র স্টাফ নার্স, ১ জন মিডওয়াইফ এবং ১ জন আয়ার করোনা
আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়াও দু’জনের বাড়ী টাঙ্গাইল জেলায়, একজন মৌলভীবাজার সদরের এবং অন্যজন জুড়ীর বাসিন্দা। চারজনই মহিলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রিয়জ্যোতি ঘোষ(আরএমও) ‘এশিয়াবিডি টোয়েন্টিফোর ডটকম’কে ২২ মে সকালে জানান, কোভিড-১৯ এর সংগৃহিত নমুনার বৃহস্পতিবারে প্রাপ্ত ফলাফলে হাসপাতালের চারজন চিকিৎসা কর্মী আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ