জুড়ীতে করোনায় মৃত যুবকের দাফন সম্পন্ন
মৌলভীবাজারের জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের করোনা আক্রান্ত যুবক (৩৬)সিলেটের শহীদ শামসুদ্দিন আমহদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গতকাল সন্ধ্যায় মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে বারোটায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যুবকের দাফন কার্যক্রম সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
দাফনস্থলে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সেচ্ছাসেবকগণ।
প্রসঙ্গত, সিলেটের শহীদ শামসুদ্দিন আমহদ হাসপাতালে চিকিৎসাধীন গত ২০ মে করোনাভাইরাস শনাক্ত হওয়া এ যুবক (৩৬) মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় মারা যান। সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তিনি কিডনীর জটিলতা নিয়ে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখান থেকে শামসুদ্দিনে পাঠানো হয়। পরে করোনার নমুনা পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ জানা যায়।
এশিয়াবিডি/কামরান/মারুফ


