কানাইঘাটের কুওড়গড়ি এলাকায় সুরমা ডাইক ভেঙ্গে গ্রামাঞ্চলে পানি প্রবেশ
কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওড়গড়ি মন্দিরের ঘাট এলাকায় বুধবার সকাল ৯টার দিকে সুরমা ডাইক ভেঙ্গে গ্রামাঞ্চলে পানি প্রবেশ করে পুরো এলাকা প্লাবিত হয়েছে।
বুধবার ভোরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লোভানদী ও সুরমা নদীতে পানি বৃদ্ধি পেলে উপজেলার কুওড়গড়ি নামক স্থানে সুরমা ডাইকের নিচ দিয়ে সুরঙ্গ হয়ে পানি গ্রামাঞ্চলে প্রবেশ করতে থাকে। খবর পেয়ে স্থানীয় জনসাধারণ বাঁধ আটকানোর চেষ্টা করলেও কোন রকমেই পানি প্রবেশ বন্ধ করতে পারেননি। এতে কুওড়গড়ি-লক্ষীপ্রসাদ এলাকায় পুরো ডাইক ভাঙ্গার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। এতে স্থানীয় জনসাধারনের মধ্যে আতংক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, প্রতি বছর বন্যার সময় উক্ত জায়গা দিয়ে নদি ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তারা ভাঙ্গন মেরামতের নামে জরুরী ভাবে অর্থ বরাদ্ধ দিয়ে কিছু বালুর বস্তা ফেলে ও বাঁশের গড় দিয়ে লোক দেখানো ব্যর্থ চেষ্টা করে। পরবর্তীতে উক্ত ডাইক মেরামতের নামে বড় অংকের অর্থ বরাদ্ধ দিয়ে তারা হরিলুট করে। স্থানীয় লোকজন দীর্ঘদিন থেকে উক্ত জায়গায় স্থায়ী ভাবে ব্লক দিয়ে ডাইক মেরামতের দাবী জানিয়ে আসলেও কেউ তা আমলে নেয়না বলে অভিযোগ রয়েছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান দুপুরে ভাঙ্গন কবলিত স্থানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঁশের গড় ও বালুর বস্তা ফেলে ডাইক রক্ষার চেষ্টা করেছেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জেমস লিউ ফারগুশন নানকা ও পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এশিয়াবিডি/এসএইচ/কেকে/আলিম