শ্রীমঙ্গলে মা মেয়ে খুন!
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসি গ্রামে নিজ বাড়িতে ছুরি দিয়ে কুপিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে দুবৃত্তরা।
নিহতরা হলেন- জায়েদা বেগন (৫৫) এবং ইয়াসমিন (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫জুন) সকালে ঘর থেকে কোন লোকজন বাহির না হওয়ায় পাশের বাড়ির এক মহিলা ওই বাড়িতে ডাকাডাকি করেন। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের পিছনে গিয়ে দেখেন বেড়া ভাঙ্গা। ওই মহিলা আশে পাশের লোকজন ডেকে ঘরের ভিতর ডুকে দেখেন মা ও মেয়েকে ছুরি দিয়ে খুন করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক জানান, আমরা ঘটনাস্থলে আছি। এখন পর্যন্ত স্থানীয়দের সাথে কথা বলে যা জানতে পেরেছি তাতে মনে হয়েছে গত রাতে মা মেয়ে একসাথে ঘুমানোর পর রাতে কোন এক সময় তাদেরকে হত্যা করা হয়েছে। মেয়েটির স্বামীর সাথে সমস্যা ছিল তাই সে মায়ের কাছে থাকতো।
তিনি বলেন, ঘটনার পর থেকে স্বামী পলাতক আছে। সে স্থানীয় বেলতলা এলাকার বাসিন্দা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি ।
এশিয়াবডি/ডেস্ক/এসএইচ

