কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাক্তির ধান খড়ের দখলে
প্রধান শিক্ষক কিছুই জানেন না
দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটেস্থ কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কতিপয় ব্যাক্তির ধান-খড়ের দখলে। প্রধান শিক্ষক এ বিষয়ে কিছুই জানেন না।
মানুষ গড়ার কারিগর প্রতিষ্ঠান অবাধে ব্যবহার করে আসছে স্থানীয় কিছু মানুষ। প্রতিষ্ঠানের রুমের ভিতরে রাখা আছে কয়েক রকমের ধানের স্তুপ। বারান্দায় খড়-কুটায় ভরপুর। নিজ বাড়ির মতোই ব্যবহার করে আসছে সরকারি প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের নিরাপদ পানি পান করাতে তৈরি কূপের উপরে খড় পচন ধরে আছে, বৃষ্টির পানির সাথে কূপে যাচ্ছে যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য খুবি ক্ষতিকর।
বিশেষ সূত্রে জানাযায়, কলাউড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল কালাম (৪০) পিতা আব্দুর রহিম, তার ছোট ভাই ইউসুফ আলী এবং একই গ্রামের মনির হোসেন ( ২৯) পিতা আক্কাস আলি ও তার ভাই আক্তার হোসেন প্রতিষ্ঠানটি ব্যবহার করে আসছেন। প্রতিদিন তাদেরকে প্রতিষ্ঠানের তালা খুলে ধান বের করতে, ছাদে উঠতে নামতে দেখা যায়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাহেবের সাথে এ নিয়ে কথা বললে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে প্রতিষ্ঠানের দফতরি জমির মিয়া তাদের সরকারি প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ দিয়েছে।
এশিয়াবিডি/কেকে/ইসমাইল