কক্সবাজারে সৈকতে চালু হচ্ছে আইসোলেশন ইউনিট


কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত ব‌্যক্তিদের আইসোলেশনে রাখার জন্য সমুদ্র সৈকতের পাড়ে তৈরি হচ্ছে ২০০ শয‌্যার আইসোলেশন ইউনিট। আগামী সপ্তাহের শেষদিকে এটি চালু হব।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

তিনি বলেন, ‘করোনা রোগীদের সেবার জন্য প্রথমে সৈকতের পাড়ের সি প্রিন্সেস হোটেলটি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর সবার সাথে কথা বলে আইসোলেশন ইউনিট করার জন্য হোটেলটি নেওয়া হয়। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা চিকিৎসার অন্যতম উপাদান হলো নির্মল বাতাস। সৈকত পাড়ের এই আইসোলেশন ইউনিট করোনা রোগীদের দ্রুত সুস্থ করতে সহায়তা করবে।’

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (১৭ জুন) পর্যন্ত কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। তাদের মধ‌্যে ২৭ জনের মৃত্যু হয়েছে।

হোটেল সি প্রিন্সেসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) একরামুল বশর চৌধুরী সুমন বলেন, ‘করোনার চিকিৎসায় রাষ্ট্রীয় প্রয়োজনে হোটেলটি ব্যবহার করছে জেলা প্রশাসন। এ দুর্যোগে এগিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘যেসব করোনা রোগী নিজের বাসায় থাকতে চান না বা যাদের বাসায় আলাদা থাকার ব্যবস্থা নেই তাদেরকে এখানে রাখা হবে।‘

এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ