কবিতাঃ ভাইরাস

ভাইরাস

মমতাজ মম

ক্ষুধাতুর উপোস পেট জানেনা লকডাউন কি?
তিনদিন জল খাওয়া শুন্য উদর ভয় পায়না করোনার মৃত্যুকেও!
কে বলবে?
কোথায় ক্ষুধামুক্ত জীবনের সন্ধান পাওয়া যাবে।
কোথায় সন্তানের মুখে অন্ন না দিতে পেরে পিতাকে আর আত্নহত্যা করতে হবেনা।

কে বলবে?
গরীবের চাল লোপাট করবেনা কোন মেম্বার/ চেয়ারম্যান এর দল।
তেলের খনি হবেনা কোন উপর মহলের সুসজ্জিত খাটের তল।

কে বলবে?
কোথায় নুপংসুহীন নিরাপদ সমাজ ব্যবস্থা পাওয়া যাবে।
কোথায় পিতাকে মৃত্যু শয্যায় রেখে কণ্যাকে আর ধর্ষন হতে হবেনা।
যে মেয়েটির মৃত্যু অবধারিত করোনার ছোবলে তাকে লাঞ্ছিত হতে হবেনা আইসোলেশনে।

কে বলবে?
করোনার নাভিঃশ্বাস পর্যায়ের অপর পৃষ্টায়-
নৃশংস বর্বরতার কাহিনী, ক্ষুধার আহাজারি, লুণ্ঠনের মহোৎসব বন্ধ হবে কবে।

যদি কোথাও কেউ না থাকে;
তবে আমি নিজেই নগরের মোড়ে মোড়ে বিলবোর্ড টাঙিয়ে দেব আর তাতে লিখে দেব গোটা গোটা অক্ষরে-
“করোনা তুই থাক”
তোর চেয়েও ভয়ংকর কিছু তেল চোর, চাল চোর, ধর্ষনকারী জানোয়ার ভাইরাস লালিত হচ্ছে এই রাষ্ট্রে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ