শ্রীমঙ্গলে ড্রেনে পাওয়া গেলো শিশুর লাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারনা করছেন শিশুটির বয়স আনুমানিক ৩-৪ দিন হবে।

শনিবার (২০ জুন) দুপুরের দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছেন, কে বা কারা শিশুটির লাশ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু  মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ