জুড়ীতে আরোও এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

মৌলভীবাজারের জুড়ীতে আরােও একজন করােনায় আক্রান্ত হয়েছেন । তিনি সােনালী ব্যাংক জুড়ী শাখার একজন কর্মকর্তা ।

সোমবার( ২২ জুন ) এ তথ্য নিশ্চিত করেছেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক।

আক্রান্ত ব্যাক্তি উপজেলার সোনালী ব্যাংকের জুড়ী শাখায় কর্মরত আছেন। স্থানীয় প্রশাসন তাকে আইসোলেটেড করে রেখেছে ও তার বাসা লকডাউন করেছে ।

এর আগে গত ১৯ জুন জনতা ব্যাংকের (৩০) একজন কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছেন এবং তাঁর মধ্যে মৃদু উপসর্গ বিদ্যমান ছিল।

এশিয়াবিডি/কামরান/মারুফ
আরও সংবাদ