আনোয়ারায় করোনার সংক্রমণ থামছেই না, নতুন শনাক্ত ৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেড়েই চলছে করোনার সংক্রমণ। ২১ জুন জেলা সিভিল সার্জন থেকে পাঠানো তথ্য মতে নতুন করে আনোয়ারায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে কাফকোর চার কর্মকর্তা।
সার্কেল অফিসের একজন, চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের একজন, হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের একজন, বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের একজন এবং দক্ষিণ বন্দরের আরেকজন। বর্তমানে এই ৯ করোনা রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে আনোয়ারা থানা পুলিশ।
ইতিমধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডে (কাফকো) কলোনীতে নতুন চারজনসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।
এ নিয়ে কাফকো সার কারখানা ও হাউজিং কলোনীর বাসিন্দাদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে এশিয়াবিডিকে বলেন, আজকে নতুন করে ৯জন সহ উপজেলায় এ পর্যন্ত ৯৬ জন নারী-পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন আর মৃত্যু বরণ করেন একজন ।
এশিয়াবিডি/কামরান/জাহিদ