কবিতাঃ নীল সাগর

নীল সাগর

মরিয়ম বেগম মুন্নি

তোমায় আটকে রাখার সাধ্য আমার নেই
তাইতো ছেড়ে দিয়েছি হাত।
নিজের মতো গুছিয়ে নিও স্বপ্নগুলো
আমি দূর থেকে দেখব তোমার পানে।

তুমি নীলের একলা আকাশ
বিশাল তোমার স্নিগ্ধ বাতাস।

আমি পাগল হবো এক পলকে
তবুও চাইবো তোমায়, এক পশলা বৃষ্টির মতন।

তুমি আমার আবেগ,অনুভূতি, মিষ্টি মধুর গান
ভালবাসার নীল সাগরে করতে এসো স্নান।

তোমার আকাশে একলা দখল আমার
চাইলেও আর দূরে ঠেলতে পারবে নাকো আমায়।

আমি বর্ষা হয়ে ঝড়ে পড়ব
ভিজে নিও তুমি।

সুপ্ত নদীর জলে ভাসাবো তরী
তীর খুঁজে দিও তুমি।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান
আরও সংবাদ