জুড়ীতে নতুন ইউএনও আল-ইমরান

মৌলভীবাজারের জুড়ীর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করবেন আল-ইমরান রুহুল ইসলাম। তিনি আগামী সপ্তাহে জুড়ী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত ১ জুন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে জুড়ীর বর্তমান ইউএনও অসীম চন্দ্র বনিককে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। যার কারণে শুন্য পদে আল-ইমরান রুহুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

তাঁকে গত ৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়। ১৪ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জুড়ীর ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

নতুন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম গত রোববার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

এশিয়াবিডি/এসএইচ/মারুফ

আরও সংবাদ