পলাশী দিবস উপলক্ষে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার সাহিত্য-সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে “আর নয় পলাশী, আর নয় মীরজাফর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনাকালীন সময়ে অনলাইন মাধ্যমে ভিডিও বার্তায় আলোচনা সভায় পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি, ইসলামী সংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভিডিও সংযোগ মাধ্যমে অনুষ্ঠানে সাহিত্য সংসদের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি উমর ফারুক টিপুর সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজিম আহমদ ত্বোহা।
পরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দৈনিক জালালাবাদ সম্পাদক জনাব মূকতাবিস উন নূর, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়েল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মামুনুর রশীদ, বিশেষ অতিথির আলোচনা পেশ করেন সিলেট সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজ ও মীরজাফরের গোপন চুক্তি পাঠ করেন ডাক্তার ওবায়দুর রব তারেক।
এছাড়াও অনুষ্ঠানে সংযুক্ত হয়ে উৎসাহ প্রধান করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির পরিচালক রফিকুল হায়দার, ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক শাহ মিজানুর রহমান, আব্দুল ওহাব, আবু তায়্যিব প্রমুখ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন মোবাশ্বির হোসেন, আহসান কবীর, ওমর ওয়াশী, শেখ মো:সাহাবুদ্দিন।
ইসলামী সংগীত পরিবেশন করেন মিছবাউর রহমান, মুক্তার হোসেন, শহীদুল ইসলাম, তুহিন ইসলাম শিপু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদে (মৌসাস) এর সাবেক পরিচালক জুনেদ আহমদ ফাহিম, ছায়েদ আলী প্রমুখ।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান