জুড়ীতে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

নিহত সফিউল আলম তালুকদা। ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল গ্রামের সফিউল আলম তালুকদার সাকি (২৫) নামে এক যুবকের মোটরসাইকেল দূর্ঘটনায় মুত্যু হয়েছে।

গতকাল (৫ জুলাই) শনিবার তিনি কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় পিকআপ গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত সফিউল আলম তালুকদার সাকি সুনাই মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি মোবাইল ফোন কোম্পানী রবিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময়ে তিনি মোটরসাইকেল চালিয়ে ভাটেরায় যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ গাড়ির সাথে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সাকি গুরুত্বর আহত হন।

তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়েছে। নিহত সাকি বছর খানেক হলো বিয়ে করেছেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এশিয়াবিডিকে বলেন, এই দূর্ঘটনায় কোনো মামলা হয়েছে কি না আমার জানা নেই, যদি মামলা হয় তাহলে কুলাউড়া থানায় মামলা হবে কারণ দূর্ঘটনাটি কুলাউড়ায় হয়েছে।

এশিয়াবিডি/ মারুফ/ মুবিন

আরও সংবাদ