ছবিঃ আকাশের বহু রঙ
সাত সকালে নীল আকাশে ধীরে ধীরে সূর্যের উকি দেওয়া। ভরদুপুরে মেঘের একটু একটু ঘুরাঘুরি। বিকেল আসতেনা আসতেই রাগান্বিত মেঘ আকাশ দখল করে বসে। একটু পরেই হয়তো কাল বৈশাখী ঝড় আসবে। কিন্তু না, সন্ধ্যা আকাশে মেঘের লাল হওয়াটা-ই যেন রাগ ধীরে ধীরে কমে যাওয়া।
প্রকৃতির নিখুঁত আচরণ থেকে কতো বিচিত্র গল্পের কল্পনা করা যায়। একদিনেই আকাশের এতো রকমারি সাজ কার না দেখতে ভালো লাগে?
ছবিঃ মেহজাবিন বুশরা। মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ