দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রীজ ও রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক

সুনামগঞ্জের দোয়ারা বাজারে, অনাকাঙ্ক্ষিত বন্যা, ভারি বর্ষণে ও পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া ব্রীজ পরিদর্শন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ।

মঙ্গলবার (৮ জুলাই)দুপুরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ বালু নদীর ব্রীজ, হকনগর স্লুইসগেট, পেকপাড়া (প্রস্তাবিত) বিওপি ক্যাম্প ও ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাকসুদুল আলম। দোয়ারাবাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী প্রকৌশলী, বিএডিসি (সেচ) হুসাইন মুহাম্মদ খালিদুজ্জামান, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম জুয়েল, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা।

এ সময় তিনি সরজমিনে গিয়ে বন্যার কবলে পরা,ব্রীজ ও রাস্তাঘাট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, অতি শীঘ্রই এসকল ব্রিজ, রাস্তাঘাট মেরামত করা হবে।

তিনি আরো বলেন, এলাকায় বন্যার্তদের সামগ্রিক ভরণপোষণের সরকারিভাবে ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এশিয়াবিডি/কামরান/ইসমাইল
আরও সংবাদ