জুড়ীতে নতুন ২ জন করোনা আক্রান্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন করে ২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার ( ১০ জুলাই ) আক্রান্ত হওয়া ২ জনের বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙালিয়ায় ১ জন এবং অন্যজন হবিগঞ্জের অধিবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ নতুন ২ জনের শনাক্তের তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত জুড়ীতে মোট ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৫৪ জন। ইতিমধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে।
এশিয়াবিডি/কামরান/মারুফ