রাজনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা আদায়
মৌলভীবাজারের রাজনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। সন্ধ্যা সাতটার পর দোকান খোলা রাখার দায়ে উপজেলার কলেজ পয়েন্ট, কর্ণিগ্রাম, বাঁধ বাজার ও কালার বাজারে এ অভিযান চালানো হয়। ওইসব বাজারের সাতটি দোকানে অভিযান চালিয়ে ৭৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
শনিবার সন্ধ্যায় অভিযান চালান রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়। এ সময় রাজনগর থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।
এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহি অফিসার প্রিয়াঙ্কা পাল বলেন, আমাদের নতুন জেলা প্রশাসক মহোদয় যোগদানের পর থেকে মানুষদেরকে সচেতনতার প্রতি জোর দিয়েছেন। কোন পরিস্থিতিতে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট পরিচালনার গুরুত্ব রয়েছে।
তিনি আরো বলেন, তা নিজের করোনা পরীক্ষার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে তিনি রবিবার থেকে অফিস করতে পারবেন। এদিন থেকেই তিনি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান