স্বাস্থ্যবিধি না মানায় জুড়িতে ২২ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে ২৩টি মামলায় মোট ২২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে জুড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম। এ সময় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,বেশিরভাগ মানুষ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মানার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
এশিয়াবিডি/মোজাহিদ/মারুফ