বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জুড়ীতে সেলাইমেশিন বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভা অনুষ্টিত হয়।

সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমন্বয়কারী সুজাউদ্দৌলা প্রমূখ।

উল্লেখ্য, ছয়জন প্রশিক্ষিত দুস্থ মহিলাকে ছয়টি সেলাই মেশিন প্রদান করা হয়।

এশিয়াবিডি/কেকে/মারুফ
আরও সংবাদ