রাজনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ মনসুর শাকিল (২২) নামে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরোহী জাকির ও রায়হান নামে অপর দুজন আহত হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজার- কুলাউড়া সড়কের কটমহাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ মনসুর শাকিল প্রস্তাবিত রাজনগর উপজেলা ছাত্রলীগের সম্পাদকীয় পদবীধারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার আশ্রাকাপন গ্রামের আব্দুল খালিকের ছেলে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ মনসুর শাকিল (২২) মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কদমহাটা বাজারে স্পিড ব্রেকারে চলন্ত অবস্হায় একটি ট্রাকের পিছনে ধাক্কা খান। এতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয় এবং অপর দুজন আহত হয়।
মরহুমের জানযার নামাজ আজ বিকেল ৫ ঘটিকায় তার বাড়ীর পার্শবর্তী মাঠে অনুষ্টিত হবে।

এদিকে শাকিলের মৃত্যুতে রাজনগর উপজেলা ছাত্রলীগ ও রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগ পৃথক শোক বার্তা দিয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইছে। সেজন্য অনুমতির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান
