কবিতাঃ ‘ক – কথন’

ক – কথন

মোঃ তোফায়েল হোসেন

কত কথা কল্পনার কফিনে করছে কুমন্ত্রণা;
কালকের কাহিনী কাঠঠোকরার কাছে কামাতুর কামনা।
কষ্টের কবিতা কলমের কষায় করছে কথোপকথন;
কাঁকরের কান্না কাগজের কাফনে কাতর- কাঙ্গাল কাকন।

কদম কদাকার, কঙ্কালের কটাক্ষ কণ্যকা কলঙ্কিত;
কামাসক্তি কামিজের কারুশিল্পে- কাফ্রি কাপুরুষ কাঙ্ক্ষিত।
কর্মের কর্পূরে, করুণচিত্তের কবিরাজ কথান্তর।
কালনাগিনীর কারিগর কালক্রমে কাহিল- কারচুপির কার্যাস্তর।

কলিকালের কলা-কৌশলে কর্মচ্যুত কর্তৃপক্ষ কসাই;
কামনার কামড়ে কাব্যগ্রন্থ কাতর;
কারাগরে কানাই।
কুমারীর কুখ্যাত কুঁড়েতে কুচর্চায় কুটিল কুটুম কুমার;
কাঁটাতারে কাতর কালি- কাঁদে কাব্যরসিক কান্ত কামার।

কনিষ্ঠ কবি কম্পিত; কর্কশ কন্ঠের কপট কন্ঠাভ্যাসে;
কাকচুক্ষের কাকনিদ্রায় কাঠমল্লিকা- কাতর কারাবাসে।
কোথাও কোন্দল, কোথাও কোহিনুর কোষের কোকিলকন্ঠী কোলাহল;
কাব্যনুশীলনে কালনাগিনী; কালোবাজারে কাঙ্ক্ষিত কামিনীর কাজল।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান 
আরও সংবাদ